কেশবপুর প্রতিনিধি : যশোর-৬ কেশবপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী মোঃ শহিদুল ইসলামের নির্বাচনী এলাকায় প্রতিদিন প্রচারণা ও পথসভা করে চলেছেন।
মঙ্গলবার সকালে ও বিকেলে উপজেলার তেঘরী বাজারে এবং সন্ধ্যায় বাউশালা বাজারে অনুষ্ঠিত পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক ও যশোর-৬ কেশবপুর আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী মোঃ শহিদুল ইসলাম। তাঁর সাথে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মাওলানা আব্দুল মান্নান, মোঃ আব্দুল হালিম মোঃ মুরাদ হোসেন মোঃ আবুল হাসান মোঃ মোসলেম উদ্দিন।