কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌর শহরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামীর মনোনীত অধ্যাপক মুক্তার আলীর গণসংযোগ কালে দাঁড়িপাল্লার পক্ষে গণযোয়ার সৃষ্টি হয়েছে।
দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মুক্তার আলী দুপুরে পৌর শহরে শহীদ দৌলত বিশ্বাস সড়কে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। গণসংযোগ কালে তাঁর সাথে ছিলেন পৌর জামায়াতের আমীর অধ্যাপক জাকির হোসেন, সেক্রেটারী সিরাজুল ইসলাম, এনসিপির সমন্বয়ক মোঃ সম্রাট হোসেন, জামায়াত নেতা আব্দুস সোবহান, আইয়ুব হোসেন বিশ্বাস, জামায়াতের প্রবীণ নেতা মাষ্টার আব্দুল গফুর সহ ইসলামি ছাত্র শিবিরের একঝাঁক উদীয়মান তরুণ ছাত্র জনতা।