কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌর শহরে পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান জানান বিদ্যালয়ে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২৫ জানুয়ারি সকালে শুরু হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুন। ২৫ জানুয়ারি সারাদিন বিভিন্ন প্রকার প্রতিযোগিতামূলক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার সকাল ৯ টা থেকে সারা দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় নবীন বরণ ও বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নির্বাহী অফিসার রেখসোনা খাতুন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, বিদ্যালয়ের গণ্যমান্য অভিভাবক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।