Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে আলো’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

এখন সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি , ২০২৬, ১১:৫৩:২৮ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ‘অভয়নগর লেডিস অর্গানাইজেশন’ (আলো) নামে একটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলের সভাকক্ষে এই আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। আলো’র সভাপতি ও কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলের অধ্যক্ষ মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক জান্নাতুন নাঈম। সদস্য শারমিন চৌধুরির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবু ও বিশিষ্ট ব্যবসায়ী ওলিয়ার রহমান খোকন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সুলতানা পারভীন, সাংগঠনিক সম্পাদক মর্জিনা আক্তার, সহসাংগঠনিক সম্পাদক রিনা খন্দকার, সদস্য শাম্মি আক্তার, সাহারা হাসান, নাজমুন নাহার, ইলা বিকাশ, সামিনা জাহান, কাকলী ঘোষসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলো’র সভাপতি মাহফুজা বেগম তার বক্তব্যে বলেন, মহৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে মানবিকতা চর্চার মাধ্যমে আত্মিক ও বাহ্যিক মানসিকতার উন্নয়ন সাধন। কর্মসংস্থান, শিক্ষা এবং সামাজিক জীবনে নারীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা, সক্ষম ও সহজ করা। নারীদের প্রতি সহিংসতা রোধে নারীকে দৃঢ় আত্মপ্রত্যয়ী হতে সহযোগিতা করা এই সংগঠনের মূল উদ্দেশ্য।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)