নিজস্ব প্রতিবেদক : শুক্রবার যশোর উপশহরের তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ বারের ক্রীড়া আসরে বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল দৌড়, মার্বেল দৌড় ও বিস্কুট দৌড়, লং জাম্প, চাকতি নিক্ষেপ ও গোলক নিক্ষেপ,মোরগ লড়াই, ক্রিকেট ও ফুটবল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এম. এম. রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাইফ উদ্দিনউপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঈন উদ্দীন। অন্যদের মধ্যে উপস্থি ছিলেন হাফেজ মাওলানা আজমল হোসাইন, শাহীন মাহমুদ, মাহমুদুল হাসান, জনাব মোস্তফা আল মেজবা, মাসুম বিল্লাহ এবং নাজিম-ই-তালিমাত জনাব বায়জিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফেজ মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর-৩ (সদর) আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ভিপি আব্দুল কাদের।