শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান গণভোটে ‘হ্যাঁ’ এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন।
শুক্রবার আসরের নামাজের পর বেনাপোল মদিনাতুল উলুম ফাজিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেনাপোল পৌর ও ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত জনসভায় মাওলানা আজিজুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাস করে। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির সংস্কৃতি বন্ধ করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে। কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা জোরদার এবং মানুষের জীবনমান উন্নয়নই হবে আমাদের মূল অগ্রাধিকার।”
বেনাপোল পৌর শাখা সভাপতি মাওলানা রিয়াছাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় তিনি আরও বলেন, “বেনাপোলে একটি আধুনিক ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ, নাভারণের জরাজীর্ণ হাসপাতাল আধুনিকায়ন, বন্দরের শ্রমিকদের জন্য বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন করা হবে। নারীদের জন্য নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে কর্মঘণ্টা ব্যবস্থায় যুগোপযোগী সংস্কার আনা হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, মাদকমুক্ত শার্শা উপজেলা গঠন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
শেষে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
জনসভায়, বিশেষ অতিথির বক্তব্য দেন জুলাই ২৪ আন্দোলনে শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার নায়েবে আমির হাবিবুর রহমান, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, বেনাপোল পোর্ট থানা শাখার আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি হযরত মাওলানা ইউসুফ আলী, পৌর শাখার সেক্রেটারি নুরুল হক, মাওলানা ইলিয়াছ রহমান, মতিয়ার রহমানসহ ১১ দলীয় জোটের নেতাকর্মী, স্থানীয় যুব ও ছাত্রনেতৃবৃন্দ।