কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়ীপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুক্তার আলী শুক্রবার দিনভর নির্বাচনী গণসংযোগ করেছেন। গৌরিঘোনা বাজারের জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর দলীয় নেতা-কর্মীদের নিয়ে ইউনিয়নে বিভিন্ন বিভিন্ন গ্রামে ভোটারের বাড়ি গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানান। পরে গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের মাঠে এক নির্বাচনী জনসভায় অধ্যাপক মুক্তার আলী বক্তব্য দেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার কর্ম পরিষদের সদস্য নায়েবে আমীর মাওলানা আব্দুস সামাদ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও গৌরিঘোনা ইউনিয়ন জামায়াতের নেতা হাবিবুর রহমান, এনসিপির সমন্বয়ক সম্রাট হোসেন, মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।