নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ১৫ নম্বর কুলটিয়া ইউনিয়নের হাটগাছা গ্রামে এ পথসভা করা হয়।
আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন যশোর-৫ আসন থেকে ‘কলস’ প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পথসভায় এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভাস্থলে পৌঁছালে প্রার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এ সময় অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, তিনি এমপি নির্বাচিত হলে ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান করা হবে। হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ থাকবে না, সবাইকে মিলেমিশে একসঙ্গে বসবাস করার সুযোগ করে দেবেন। এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী এবং বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে স্থানীয়রা জানান।