Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে সোনার বারসহ পাচারকারী আটক

এখন সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি , ২০২৬, ১১:৫৩:১৭ পিএম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্ত এলাকার বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা ৫ পিস সোনারবারসহ পাচারকারী ফয়সাল হাসান শিশিরকে (২৬) আটক করেছে। আটক ফয়সাল হাসান শিশির খোশালপুর গ্রামের মুনজিল তরফদারের ছেলে।
জানাগেছে, শুক্রবার দুপুরে খোশালপুর বাজারের পাশের ব্রিজের ওপর থেকে ফয়সাল হাসান শিশিরকে আটকের পর তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছে ৫ টি সোনার বার পাওয়া হয়। এ সময় তার কাছে থাকা বাইসাইকেলটিও জব্দ করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, ৪টি বড় ও ১টি ছোট সোনারবারসহ ফয়সাল হাসান শিশিরকে আটক করা হয়। ৩৫৮.৮৫ গ্রাম ওজনের সোনার আনুমানিক মূল্য ৭৭ লাখ ৫২ হাজার ৪১২ টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)