Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রথমবার কুল চাষে পিকুলের সাফল্য

এখন সময়: শুক্রবার, ৩০ জানুয়ারি , ২০২৬, ১১:৫৩:১৭ পিএম

শাহীন আলম তুহিন, মাগুরা : মাগুরায় প্রথমবার আপেল কুল চাষে সাফল্য পেয়েছেন সদরের হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের কৃষক পিকুল লস্কর। তিন বিঘা জমিতে এ চাষে পেয়েছেন তিনি সাফল্য। আপেল কুলের পাশাপাশি তিনি তার জমিতে চাষ করেছেন বল সুন্দরী ও বাউকুল। প্রতিটি গাছের আগা থেকে গোরা পর্যন্ত ফল এসেছে তার গাছে। এ বছর ৩ লক্ষ টাকার কুল বিক্রি করবেন বলে মনে করছেন তিনি।
কুল চাষি পিকুল লস্কর জানান, ২০২৫ সালের প্রথম দিকে রাওতারা গ্রামের উদ্যোক্তা নাসিরের কাছ থেকে কিছু আপেল কুলের চারা সংগ্রহ করি। তারপর নিজ জমিতে রোপণ করি। চারা রোপণের পাশাপাশি গাছের পরিচর্যা বাড়ায়। নিয়মিত সার ও পানি সময় মতো দেওয়ার ফলে চারাগাছ দ্রুত বৃদ্ধি পায়। তিন মাস পর গাছে ফুল আসে তারপর ফল আসতে শুরু করে। প্রথমবার আমি আপেল কুল শুরুতে আড়তে ৬০-৭০ টাকা পাইকারি দরে বিক্রি করি। তারপর আরো ভালো দামে বিক্রি শুরু করি।
তিনি আরো জানান,আমার বাগানের প্রতিটি গাছেই অস্বাভাবিক কুল ধরেছে। কুল বড় হয়ে প্রথমে সবুজ তারপর ধীরে ধীরে লাল হয়। বিশেষ করে বলসুন্দরী ও বাউকুল আরো অনেক বড় হয় যা দেখতে অনেক সুন্দর। বাউকুল দেখতে সবুজ এবং বড়। বল সুন্দরী দেখতে লাল- সবুজ খেতেও অনেক মিষ্টি। আমি আড়তের পাশাপাশি বিভিন্ন স্থানের পাইকারি ব্যাপারীরা আমার বাগানে এসে কুল সংগ্রহ করে নিয়ে যায়। আমি আশাবাদী এ চাষে আমি সফল হব। আগামীতে প্রায় ১০ বিঘা জমিতে এ চাষ বৃদ্ধির আশা আছে আমার।
সদরের রাউতড়া গ্রামের চাষি শওকত আলী বলেন, আমি দেড় বিঘা জমিতে আপেল কুল, বাওকুল ও বল সুন্দরী চাষ করেছি। অন্যান্য চাষের চেয়ে এ চাষে পরিশ্রম কম লাভ বেশি। প্রথমদিকে চারাগাছগুলো একটু বড় হয়ে গেলে আর কোন পরিশ্রম নেই। শুধু চারাগাছগুলো একটু যত্ন নিলেই ভালো ফল পাওয়া যায়। তার পরবর্তী বছর গাছের তেমন যত্ন করতে হয় না। গাছের উপরের অংশ ছেঁটে দিয়ে গাছগুলোকে যত্নে রাখতে হবে তাহলে প্রতি বছর ভাল ফল পাওয়া যাবে।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম বলেন, আপেল কুল চাষের জন্য জেলার আবহাওয়া খুবই উপযোগী। আমরা এ চাষে বরাবরই চাষিদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। এ বছর মাগুরায় ২০ হেক্টর জমিতে আপেল কুলের চাষ হয়েছে। এ চাষে আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও বিভিন্ন রকম সহযোগিতা করে আসছি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)