আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামের হিন্দু সম্প্রদায়ের জমি জবর দখলের পাঁয়তারার অভিযোগে ভুক্তভোগী কালিপদ দাস বাদী হয়ে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষ জালাল শেখের বিরুদ্ধে পিটিশন মামলা দায়ের করেছেন। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে স্থিতি অবস্থা বজায় রেখে আশাশুনি থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সুজন সানা, নারায়ন বাছাড়, অমল দাস, মিলন সরদারসহ অনেকে জানান, ২০০৭ সাল হইতে অদ্যবধি অরবিন্দ বাছাড় খেজুরডাঙ্গা মৌজার এসএ ৫৬ বিআরএস ১২৮ নং খতিয়ানে ১ একর ৪৫ শতক সহ আরো অনেক জমি শান্তিপূর্ণভাবে দখলে আছে। পূর্বের ন্যায় ২০২৬ সালে ইরি মৌসুমে অরবিন্দ বাছাড় ধান চাষ করেছে। এছাড়া চিত্তরঞ্জন দাসের নিকট হইতে জালাল উদ্দিন শেখ কিছু জমি তাদের অরেশের অজান্তে ক্রয় করেছেন। জানতে পেরে সাতক্ষীরাতে ৮৮৭/২৫ নং টাকা আমানতের মামলা দায়ের করেন। কিন্তু জালাল উদ্দিন কোন উপায় না পেয়ে প্রতিনিয়ত ওই সংখ্যালঘু পরিবারটির জমি জবরদখল নেয়ার পাঁয়তারা অব্যাহত রেখেছে। বর্তমানে সংখ্যালঘু পরিবারটি জালাল গংদের নির্যাতনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষ জালাল উদ্দিন বলেন, ২০২৪ সালে চিত্তরঞ্জন দাশের নিকট হতে আমি জমি ক্রয় করেছি। কিন্তু অরবিন্দ বাছাড়ের ছেলে সুজয় বাছাড় আমার কোবলাকৃত জমি দখল দিচ্ছে না। দখল না দেয়ার কারণে আমিও তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি।