Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০৭:২৭:৫১ পিএম

দাকোপ প্রতিনিধি: দাকোপে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি গালিব মাহমুদ পাশা, দাকোপ থানার অফিসার পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ আবুল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, সুদেব কুমার রায়, পঞ্চানন মন্ডল, শেখ যুবরাজ, মিহির মন্ডল, মানস কুমার রায়, মাসুম আলী ফকির, শেখ সাব্বির আহম্মেদ, জেলা পরিষদ সদস্য কে,এম কবির হোসেন, সদ্য সাবেক চেয়ারম্যান সরজিত কুমার রায় প্রমুখ। সভায় উপজেলার ৯ ইউনিয়নের ৮১ জন সদস্য এবং ২৭ জন সংরক্ষিত ওয়ার্ডের সদস্যের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)