Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চলে গেলেন কলারোয়ার গুণী শিক্ষক আব্দুল গফুর

এখন সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই , ২০২৫, ০১:১৯:৪৪ পিএম

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : স্বজন, সতীর্থ, শিক্ষার্র্থী, গ্রামবাসীদের অশ্রুনয়নে সিক্ত হয়ে চির নিদ্রায় সমাহিত হলেন কলারোয়ার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর (৬৭)। টানা ৪ দিন চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা বিফল করে শুক্রবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আব্দুল গফুর স্যার (ইন্না........রাজিউন)।  পারিবারিক সূত্রে জানা গেছে, ৪ দিন আগে তিনি অসুস্থতা বোধ করলে প্রথমে খুলনার একটি বেসরকারি হাসপাতাল ও পরে শেখ আবু নাছের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গফুর স্যার। তার ব্রেইন স্ট্রোক এতটাই মারাত্মক ছিলো যে চিকিৎসকরা আশা একেবারে ছেড়েই দিয়েছিলেন। সর্বশেষ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু তা বিফলে পর্যবসিত হয়। শুক্রবার জুমার নামাজের আগে গফুর স্যারের মৃতদেহ কলারোয়ার সীমান্তবর্তী কাদপুর গ্রামে এসে পৌঁছালে সেখানে এক বেদনাবিধূর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে আগত স্যারের বিপুল সংখ্যক গুণমুগ্ধরা তাকে এক নজরে দেখে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। আব্দুর গফুর স্যার অবসরকালিন সময়ে এলাকায় নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটির চন্দনপুর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জুমা নামাজের পর কাদপুর গ্রামে অনুষ্ঠিত জানাজা বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজাপূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সকোরি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আব্দুল মজিদ, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, যশোরের নতুনহাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান, প্রধান শিক্ষক হাসান আবু তাহের, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু প্রমুখ। স্মৃতিচারণ পর্ব সঞ্চালনা করেন চন্দনপুর কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম। জানাজায় ইমামতি করেন মাওলানা আসাদুর রহমান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফণ সম্পন্ন করা হয়। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)