Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হেড কোচকে বরখাস্ত করলো ইংল্যান্ড

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০৮:৪৫:০৭ এম

ক্রীড়া প্রতিবেদক : অ্যাশেজ ব্যর্থতার পর ছাটাইয়ের মিশনে নেমেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। প্রথমে ক্রিকেট ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলসকে বরখাস্ত করেছিল তারা। এবার হেড কোচ ক্রিস সিলভারউডকেও চাকরিচ্যুত করেছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সফরের অ্যাশেজ সিরিজে ০-৪ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। যেই ম্যাচটি তারা ড্র করেছে, সেটিও হারের দ্বারপ্রান্ত থেকেই বেঁচে ফিরেছে তারা। এই ব্যর্থতার দায়েই মূলত অ্যাশলে জাইলস ও সিলভারউডকে বরখাস্ত করা হয়েছে। জাইলসের জায়গায় অন্তর্র্বতীকালীন ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে। তিনিই এখন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য একজন ভারপ্রাপ্ত হেড কোচ নিয়োগ দেবেন। আগামী ২৪ ফেব্রুয়ারি তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবে ইংল্যান্ড। অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৮ মার্চ। এর আগেই একজন ভারপ্রাপ্ত কোচ নিয়োগের ব্যাপারে আশাবাদী ইংলিশরা। এক্সেক্স ক্লাবকে কাউন্টিতে চ্যাম্পিয়নশিপ জিতিয়ে ২০১৮ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ৪৬ বছর বয়সী সিলভারউড। এরপর ২০১৯ সালের বিশ্বকাপের পর ট্রেভর বেইলিসের জায়গায় তাকেই হেড কোচ হিসেবে নিয়োগ দেয় ইসিবি। কিন্তু ঘরের মাঠ কিংবা অস্ট্রেলিয়া সফর- কোনোটিতেই অ্যাশেজ সিরিজ জেতাতে পারেননি সিলভারউড। তার অধীনে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠেও দেখিয়েছে অভিন্ন সাফল্য। কিন্তু ২০২১ সালটি মোটেও ভালো কাটেনি ইংলিশদের। সে বছর রেকর্ড ৯টি টেস্ট হেরেছে তারা। যেখানে ছিল ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ হারের তিক্ত অভিজ্ঞতা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)