নড়াগাতীতে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

এখন সময়: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর , ২০২৩, ০৮:৩৬:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চরবল্লাহাটি গ্রামে কাশবন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  

নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জানান, চরবল্লাহাটি গ্রামে আঠারোবাকী নদীর পাশের কাশবন থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ওই এলাকার বাচ্চু মোল্যার পাটক্ষেতের দক্ষিণ পাশের কাশবনে মরদেহটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।