Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হরিণাকুণ্ডুতে হামলার একমাস পর যুবকের মৃত্যু

এখন সময়: রবিবার, ১৬ মার্চ , ২০২৫, ১০:৩৮:১৩ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সন্ত্রাসী হামলার শিকার আক্তার হোসেন (২৫) নামে এক যুবক একমাস চার দিন পর মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের ইজাল উদ্দিনের ছেলে।

নিহতের স্ত্রী আরজিনা খাতুন জানান, গত ৮ মে পাশর্^বর্তী জোড়াদাহ গ্রামের উসমান শাহ’র দুই ছেলে চাঁন মিয়া ও সুরুজ শাহ তার স্বামীকে হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। তাদের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে আক্তার এই হামলার শিকার হন। আহত আক্তারকে প্রথমে হরিণাকু-ু হাসপাতাল ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটি আঘাতজনিত হত্যাকাণ্ড বলে পরিবার দাবি করেছেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় গত ১১মে থানায় একটি মামলা হয়। সেই মামলায় ইতোমধ্যে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টে যদি আঘাতে মৃত্যুর সত্যতা পাওয়া যায় তাহলে এটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)