Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে এসএসসি শিক্ষার্থীদের বিদায়

এখন সময়: শুক্রবার, ৪ জুলাই , ২০২৫, ০৯:০৫:২২ এম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রতিষ্ঠানের সভাপতি ইমদাদুল হক সোহাগের সভাপতিত্বে বিদ্যালয় চত্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বক্তরা বলেন, মানুষের হারাবার কিছু নেই, হয় সে জিতবে না হয় সে শিখবে। তাই নিজেদেরকে এখনই তৈরি করতে হবে। এখন থেকে ৬টি বছর নিরলসভাবে পরিশ্রম করলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব। তাই সকলকে মনোযোগী হতে হবে।

এ সময়ে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, বিশেষ অতিথি ছিলেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম খাঁন রিপন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিপুল, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলীসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সালাম।

এ সময়ে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ আগত অতিথিদের স্মারক সম্মাননাসহ কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)