Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্টকার্ড ও সনদপত্র বিতরণ

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০৭:৪৪:২৩ পিএম

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় মুক্তিযোদ্ধাদের মধ্যে স্মার্টকার্ড ও সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ স্মার্টকার্ড ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ^াস, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক প্রমুখ।

 উপজেলার বিভিন্ন গ্রামের দেড় শতাধিক বীরমুক্তিযোদ্ধা অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মার্টকার্ড ও সদনপত্র গ্রহণ করেন।

জানা গেছে, উপজেলার ১৫৭ জন মুক্তিযোদ্ধার হাতে স্মার্টকার্ড ও সনদপত্র তুলে দেয়া হয়েছে এবং ১০৫ মৃত মুক্তিযোদ্ধার পরিবারের কাছে সনদপত্র হস্তান্তর করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)