খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন উপলক্ষ্যে মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় করেছেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপ-উপাচার্য বলেন- আগামী ২৩ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন শিক্ষার্থী ছাড়া বাইরে থেকে পূজায় আগত দর্শনার্থীদের সুনির্দিষ্ট নির্দেশনার আওতায় মন্দির ও আশপাশের এলাকায় অবস্থান নিশ্চিত করতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা প্রদান করবে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং মন্দির কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। এ সময় মন্দির কমিটির সদস্য প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, প্রফেসর ড. তুহিন রায়, প্রফেসর ড. বিধান চন্দ্র সরকার, সহযোগী অধ্যাপক প্রসুন কুমার ঘোষ, দীপঙ্কর কুমার সাহাসহ কমিটির অন্যান্য সদস্য এবং শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত তুলে ধরেন।