Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর জিলা স্কুলে আগুন, আতঙ্ক

এখন সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি , ২০২৬, ০২:৫০:৫২ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর জিলা স্কুলের উত্তর পাশের ভবনের পেছনে বুধবার দুপুরে হঠাৎ করে আগুন ধরে যায়। ধোঁয়া বের হলে ছাত্র, অভিভাবকদের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। স্কুল সূত্র জানায়, জিলা স্কুলের উত্তর পাশের চার নম্বর ভবনের পেছনে থাকা শুকনো পাতার স্তুপে আগুন লেগে যায়। আগুনের ধোয়া বের হলে ছাত্র, অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে আগুন নেভায়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন জানান, ৪ নম্বর ভবনের পেছনে জমে থাকা পাতার উপর কেউ হয়তো জলন্ত সিগারেট ফেলায় আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভালে আতঙ্ক দূর হয় । ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আবু ইউসুফ পান্না জানান, স্কুল ভবনের পেছনে দেয়াল ঘেষে শুকনোপাতা ও ছেড়া কম্বলসহ আবর্জনার স্তুপ ছিল। ধারণা করা হচ্ছে আবর্জনার স্তূপে জলন্ত সিগারেট ফেলার কারণে আগুল লাগতে পারে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)