Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে শিবির নেতা ও জুলাই যোদ্ধার ওপর সন্ত্রাসী হামলা

এখন সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি , ২০২৬, ০২:০৭:১৯ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ ছাত্র শিবিরের এম ইউ কলেজ শাখার সভাপতি ও জুলাই যোদ্ধা হুসাইন আহম্মেদের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে জখম করেছে। মুমূর্ষু অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বান্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) দিবাগত রাত ১২ টার দিকে বাড়ী ফেরার পথে উপজেলার ছালাভরা নামকস্থানে ওই হামলার ঘটনাটি ঘটে। হুসাইন জুলাই আন্দোলনে কালীগঞ্জ উপজেলার সমন্বয়কের দায়িত্বে ছিলেন। হাসপাতালে চিকিৎসাধিন হুসাইনের স্বজনরা জানায়, ওইদিন বাজারে কাজ শেষে রাত ১২ টার দিকে মটর সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন হুসাইন। পথে কালীগঞ্জ-ঝিনাইদহ সড়কের ছালাভরা নামকস্খানে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী গতিরোধ করে দেশিয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে হুসাইনের উপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীদের মারপিটে হুসাইন প্রাণ বাঁচাতে তাদের হাত থেকে ছুঁড়ে দৌড়ে পাশ্ববর্তী কয়ারগাছী গ্রামের মাঠে আশ্রয় নেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পিছু হটে। পরে স্থানীয়রা তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রেজা সেকেন্দার জানান, হামলার স্বীকার আহত হুসাইনের চিকিৎসা চলছে। তার শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, হামলার ঘটনাটি তিনি শুনেছেন। তবে, এখন পর্ষন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)