কালিগঞ্জে কৃষকদের সাথে কৃষি সচিবের মতবিনিময়

এখন সময়: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর , ২০২৩, ০৬:৫৫:৩২ পিএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে এসএসিপি প্রকল্পের চাষিদের সাথে মতবিনিময় ও ফলের চারা বিতরণ করলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম। শুক্রবার বিকেলে উপজেলার ভাড়াশিমলা এলাকায় প্রকল্প পরিদর্শনকালে এসব কার্যক্রম সম্পন্ন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিনী এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক সাবিনা পারভীন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. অপূর্ব কান্তি চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ফজলুল হক, সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির প্রমুখ।

এ সময় কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারমান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।