নিজস্ব প্রতিবেদক: যশোরে দুই কিশোরকে তুলে নিয়ে মারধরে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে শহরের কাঠেরপুল এলাকা থেকে দুর্বৃত্তরা তাদের তুলে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা ঘোপ কবরস্থান থেকে তাদের জখম অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলো শহরের ঘোপ সেন্ট্রাল রোডের উকিলের বাড়ির ভাড়াটিয়া টিটো মিয়ার ছেলে আল আমিন (১৫) ও সদর উপজেলার শেখহাটি গ্রামের খোকনের ছেলে তামিম (১৪)। জানা গেছে, রাত সাড়ে ৭ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মিলে কিশোর আল আমিন ও তামিমকে রিকশায় করে তুলে নিয়ে যায় ঘোপ কবরস্থানে। সেখানে তাদের বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত দুই কিশোরের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাদের অবস্থা গুরুতর হলেও আশঙ্কামুক্ত।