রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি : পারিবারিক কলহের জেরে বড় ভাইকে কুপিয়ে জখম করলেন অপর দুই ভাই। এ ঘটনায় বড় ভাই থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা যায়-মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের জোকা কোমলপুর গ্রামের আব্দুল মজিদের বড় ছেলে সবুজ হোসেন বিদেশ থাকাকালীন দুই ভাই টিপু ও সুজনকে স্বর্ণের দুল ও নগদ ৩০ হাজার টাকা ধার হিসেবে প্রদান করেন। ওই টাকা চাইতে গেলে ভাইদের সাথে সবুজের শত্রুতা তৈরি হয়। এদিকে সবুজের বিয়ের সময় তার মায়ের দেয়া স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে ভাইদের ভিতরে গোলযোগ লেগে যায়। এ ঘটনাকে পুঁজি করে ২ জানুয়ারি দুপুরে টিপু ও সুজন তার মায়ের দেয়া স্বর্ণের চেইন বড় ভাই সবুজের কাছ থেকে জোরপূর্বক নেয়ার চেষ্টা করে। একপর্যায় টিপু ও সুজনের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সবুজের মাথায় কোপ দেয় ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে রক্তাত্ত জখম করে ও তার ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণের দুল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা সবুজকে মণিরামপুর হাসাতালে নিয়ে চিকিৎসা প্রদান করেন। এ বিষয়ে ছোট ভাই টিপু জানায় মায়ের দেয়া স্বর্ণের চেইন বড় ভাইয়ের ফেরত দেয়ার কথা ছিলো। কিন্তু ফেরত না দেয়ায় আমার মা চেইন চাইতে যায়। তখন মায়ের উপর ক্ষেপে গেলে আমরা তাকে মারপিট করি। সবুজ জানায়, চেইনকে কেন্দ্র করে আমার ছোট দুই ভাই আমাকে মারার জন্য দীর্ঘদিন ধরে টার্গেট করে। দুপুরে এসে হঠাৎ আমাকে মারপিট করে ও হাতে থাকা দা দিয়ে মাথায় কোপ দেয়। ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণের দুল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় সবুজ বাদী হয়ে টিপু ও সবুজকে আসামি করে মণিরামপুর থানায় একটা লিখিত অভিযোগ করেছেন।