সাতক্ষীরায় ৫ দিনের টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৭:৫৪:১১ এম

শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা : নিন্মচাপের প্রভাবে গত ৫ দিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে সাতক্ষীরা শহরের পারকুকরালি, মাছখোলা, কামাননগর, মধুমল্লারডাঙ্গী, রসুলপুর, পুরাতন সাতক্ষীরাসহ তার আশেপাশের শ শ পরিবার। পানিতে ভেসে গেছে ছোট বড় শতাধিক মৎস ঘের। পানিতে তলিয়ে আছে ফসলি জমি। চরম ক্ষতির মুখে পড়েছে সাধারণ কৃষকরা। এছাড়া আশাশুনি ও শ্যামনগর উপজেলার বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ৫ দিন ধরে অব্যাহত বৃষ্টির কারণে কাজে বের হতে না পারায় চরম দুর্ভোগে পড়ে নি¤œ আয়ের মানুষ। এদিকে, সুন্দরবন সংলগ্ন উপকুলীয় এলাকার ৩০টি পয়েন্টে প্রায় ৬০ কিলোমিটার জরাজীর্ণ বেঁড়িবাধ ঝুকির মধ্যে রয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপের প্রভাবে থেমে থেমে হালকা ও মাঝারি ধরণের বৃষ্টিপাতসহ গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ৫ দিনে জেলায় ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামিকাল শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করছি।