Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রাজগঞ্জে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ০৩:০৩:৫৩ এম

রাজগঞ্জ প্রতিনিধি : শুক্রবার বিকেলে মণিরামপুরের রাজগঞ্জে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সংগঠনের  দ্বিতীয়তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে উদযাপন করা হয়েছে। প্রথমে কেটে আনুষ্ঠানিকতার সাথে  দিবসটি  পালন করেছেন  প্রতিষ্ঠানটি। এদিন বিকালে  রাজগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা  হয় ।  প্রতিষ্ঠাতা সোহেল হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রায়হান কবিরের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত  বক্তব্য রাখেন  রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক জসীমউদ্দীন, ঐক্য বন্ধনের প্রতিষ্ঠাতা মাহমুদ হাসান, রাজগঞ্জ মডার্ন ক্লিনিকের পরিচালক ইমরান হোসেন, ডাক্তার তুহিনুর রহমান, স্বেচ্ছাসেবক চন্দন বিশ্বাস। 
উল্লেখ্য, মণিরামপুর উপজেলার গরিব - অসহায় ও সব শ্রেণীর মানুষের জন্য জরুরি প্রয়োজনে সংগঠনের সাদস্যরা ফ্রি রক্তদান করে আসছে। অনুষ্ঠান শেষে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)