Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এক কক্ষে ১০ কোম্পানির নারিকেল তেল উৎপাদন, জরিমানা

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ১২:৩০:৩১ এম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ফুলঝুড়ি এন্টারপ্রাইজ নামের একটি নারকেল তেলের কারখানার মালিক নুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার  দুপুরে একই কারখানায় একই তেলে একাধিক কোম্পানির লেভেল লাগানোর অপরাধে এই জরিমানা করা হয়।

এসময় বাগেরহাট বিসিক শিল্প নগরীর কারখানাটি থেকে অন্তত দশ নারিকেল তেল কোম্পানির লেবেল জব্দ করা হয়। লেভেল গুলোকে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। এই কারখানায় তেল উৎপাদন করে একটি কক্ষে বিভিন্ন ব্রান্ডের দশটি কোম্পানির লেভেল লাগিয়ে বাজারজাত করা হত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, বিসিকের এক ব্যবসায়ি একই তেল আলাদা আলাদা ভাবে বোতলজাত করে বাজারে বিক্রি করছে। ঘটনার সত্যতা পাওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং কঠোর ভাবে সতর্ক করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)