প্রতাপনগরে ৪ দলীয় ফুটবলে শেফালী একাদশ জয়ী

এখন সময়: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর , ২০২৩, ০৬:৫৬:২৭ পিএম

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগরে ভূমিহীন সমিতির আয়োজনে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্ট প্রথম খেলা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে কল্যাণপুর মৌজুদল হক মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে টুর্নামেন্টে প্রথম খেলায় কল্যাণপুর ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে শেফালী ফুটবল একাদশ ফাইনাল খেলার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ভূমিহীন সমিতির উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ জালাল উদ্দিন জালাল। উদ্বোধন কালে টুর্নামেন্টের প্রথম পুরস্কার নিজস্ব অর্থায়নে দেয়ার প্রতিশ্রæতি দিয়ে ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদককে এড়াতে বিনোদনের বিকল্প নেই তাই যুব সমাজকে উৎসাহী করে বিনোদনের মাধ্যমে তাদের মাদক দ্রব্য থেকে বিরত রাখা সম্ভব। তিনি আরো বলেন, যারা ভূমিহীন তাদেরকে আমাদের সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আমি বিগত দিনে মানুষের পাশে ছিলাম বর্তমান আছি ভবিষ্যতেও থাকবো। প্রতাপনগর ভূমিহীন সমিতির সভাপতি এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি এম এম সাহেব আলী, আশাশুনি থানার এস আই গাজী নুর নবী, ইউপি সদস্য রাহান হোসেন, ছাত্রলীগ নেতা মিজানুর ইসলাম প্রমুখ। খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন আনিছুর রহমান সহ তার দুই সহযোগী ইমরান হোসেন ও উত্তম কুমার মন্ডল।