Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সোনালী ব্যাংক রূপগঞ্জ শাখার নতুন ভবনের উদ্বোধন

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ০৩:০০:৪৬ এম

নড়াইল পৌর প্রতিনিধি: সোনালী ব্যাংক লিমিটেড রূপগঞ্জ শাখা স্থানান্তরের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় জেলা শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জস্থ সিকদার কমপ্লেক্সে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের খুলনার জেনারেল ম্যানেজার মো: শফিকুল ইসলাম। সোনালী ব্যাংক লিমিটেড নড়াইল প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো: হারুনূর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সিকদার তোফায়েল আহম্মেদ। সোনালী ব্যাংকের অফিসার সুদীপ্ত সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সোনালী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মফিদুল ইসলাম, রূপগঞ্জ শাখার ব্যবস্থাপক আশিষ কুমার দাস, সিনিয়র অফিসার প্রলয় চক্রবর্ত্তী, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি গুলশান আরা, ব্যাংকের সাবেক কর্মকর্তা মোল্যা মশিউর রহমান, ব্যবসায়ী ও গ্রাহক শেখ শামছুজ্জামান খোকন,নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি এম মুনীর চৌধুরী প্রমূখ। পরে প্রধান অতিথি ফিতা কেটে ব্যাংকের নতুন ভবনের উদ্বোধন করেন।

প্রধান অতিথি জেনারেল ম্যানেজার মো: শফিকুল ইসলাম বলেন, সোনালী ব্যাংক ওয়ানস্টপ সার্ভিসসহ গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করে আসছে। রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকটি সরকারি বেসরকারি পর্যায়ে  বিভিন্ন ধরনের গ্রাহক সেবা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশীদারিত্বে বড় ভূমিকা পালন করছে। ব্যাংকের দক্ষ জনশক্তি গ্রাহকদের যেকোন পর্যায়ের সেবা দ্রুত গতিতে সম্পন্ন করে ইতোমধ্যে গ্রাহকদের মন জয় করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)