দৈনিক স্পন্দনে সংবাদ প্রকাশ : বালি উত্তোলনকারীকে একমাসের কারাদণ্ড

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১০:২৫:০০ এম

সিরাজুল ইসলাম, কেশবপুর  : দৈনিক স্পন্দন পত্রিকায় ‘অবৈধভাবে বালি উত্তোলনে প্রধান শিক্ষক!’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত বালি উত্তোলনকারী মেশিনম্যান টিটো হোসেনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে। দণ্ডিত টিটো হোসেন (৩৪) উপজেলার সন্যাসগাছা গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।  এ সময় প্রধান শিক্ষককে পাওয়া যায়নি।

জানা গেছে, কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বারুইপাড়া ভদ্রানদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছিলেন টিটো হোসেন। এ ঘটনায় দৈনিক স্পন্দন পত্রিকায় ২৫ সেপ্টেম্বর ‘অবৈধভাবে বালি উত্তোলনে প্রধান শিক্ষক শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।

এরপর পুলিশ টিটো হোসেনকে আটক করে সোমবার রাতে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামানের ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করে। ভ্রাম্যমাণ আদালত টিটো হোসেনকে ১ মাসের কারাদণ্ডাদেশ দেন। মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।