পাইকগাছায় ১৫৪ মণ্ডপে অনুদান বিতরণ

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ১১:৫৫:৪৯ এম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় শারদীয় দুর্গোৎসবে উপজেলার ১৫৪  পূজা মন্দিরে সরকারি অনুদানসহ এমপি মো. আক্তারুজ্জামান বাবু ব্যক্তিগত ভাবে অর্থ প্রদান করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিনি মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে আনুষ্ঠানিকভাবে অর্থ তুলে দেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন কুমার সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজ্জাত হোসেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আ. মান্নান গাজী, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, জি,এম আ. ছালাম কেরু, কে.এম আরিফুজ্জামান, কাজল কান্তি বিশ্বাস, শাহজাদা মো. আবু ইলিয়াস, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, উপজেলা আ’লীগের সাবেক নেতা সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, পূজা উদযাপন পরিষদ নেতা কৃষ্ণপদ মন্ডল, মুরারী মোহন সরকার, দীপক মন্ডল, স্নেহেন্দু বিকাশ, বি.সরকার প্রকাশ ঘোষ বিধান, পিযুষ কুমার সাধু, পৌর কমিটির সভাপতি বাবুরাম মন্ডল, সম্পাদক জগদীশ রায়, মৃত্যুঞ্জয় সরদার, নিতাইপদ মিস্ত্রী, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, হাসানুজ্জামান, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেক মন্দির প্রতি সরকারি ভাবে ১৮ হাজার ও এমপি আক্তারুজ্জামান বাবু’র ব্যক্তিগত ১ হাজার টাকা ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু পূজা উদযাপন পরিষদকে ১০ হাজার টাকা প্রদান করেছেন।