মাগুরায় বাসদের আলোচনাসভা ও লাল পতাকা মিছিল

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল , ২০২৪, ০৫:২৮:১২ পিএম

মাগুরা প্রতিনিধি : পুঁজিবাদী শোষণ-বৈষম্য, খাদ্যপণ্য-জ্বালানী তেল-সার-বাস ভাড়াসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, দুর্নীতি-লুটপাট, ফ্যাসিবাদী দুঃশাসন, সা¤প্রদায়িকতা, নারীনির্যাতন ও ধর্ষণ রুখে দাঁড়ান; বিকল্প গড়ে তুলুন, সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করুন এই আহ্বানকে সামনে রেখে বাসদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী  ও ১০৫তম বিপ্লববার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার উদ্যোগে  শুক্রবার বিকাল  ৪ টায় আতর আলী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। 
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাগুরা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু। আলোচনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু, ঝিনাইদহ জেলা শাখা আহ্বায়ক এড. আসাদুল ইসলাম আসাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান ও বাসদ মাগুরা জেলা শাখার সদস্য আব্দুর সাত্তার। সভা পরিচালনা করেন বাসদ মাগুরা জেলা শাখার সদস্য সচিব  ভবতোষ বিশ্বাস জয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অদ্বিতীয়া আইচ তুলি,  পূর্ণিমা মন্ডল, তনুশ্রী আইচ।