যশোরে এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপিত

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৫:১৭:৩০ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২২ উদযাপিত হয়েছে। শুক্রবার যশোরের বিভিন্ন এনজিও এর অংশ গ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকালে কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সারা বাংলাদেশে মোট ১১২০টি এনজিওকে ছোট ছোট ফান্ড দিয়ে তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে তা অভাবনীয়। সরকারের এসডিজি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে এনজিওগুলো। এরপর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেড ক্রিসেন্ট সোসাইটি কর্যালয়ে শেষ হয়।

এরপর রেড ক্রিসেন্ট সোসাইটির সভাকক্ষে আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ধারার নির্বাহী পরিচালক লিপিকা দাশ গুপ্তা। বক্তব্য রাখেন জেডির নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির, সার্ক এর পরিচালক আব্দুস সাত্তার, তরিকুল ইসলাম, দীপ্তি, আবুল হোসেন প্রমুখ।