জয়তী সোসাইটির থেরাপিউডিক চিকিৎসা সেবা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

এখন সময়: বুধবার, ২২ মার্চ , ২০২৩ ১৮:১০:৩৯ pm

প্রেসবিজ্ঞপ্তি: জয়তী সোসাইটি যশোরের আয়োজনে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, যশোর এর সার্বিক সহযোগিতায় বুধবার বিকালে জয়তী সোসাইটির প্রধান কার্যালয়ে থেরাপিউডিক চিকিৎসা সেবা প্রশিক্ষণ এর সনদপত্র বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন এবং প্রশিক্ষণের প্রশিক্ষক ও কনসালটেন্ট (ফিজিও থেরাপি) বাপ্পি কবি শেখর।

অনুষ্ঠানের শুরুতে জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ^াস প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যের ব্যাপারে সকল প্রশিক্ষণাথীদের অবগত করেন এবং সবাইকে আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য আহবান রাখেন। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে প্রধান অতিথি সনদপত্র তুলে দেন।

উল্লেখ্য, ৩৪ জনকে সনদপত্র প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির সকল কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।