সাঙ্গ হলো সাতদিনের মধুমেলা

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৫:৩২:৩৯ পিএম

সিরাজুল ইসলাম, কেশবপুর : মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুরের সাগরদাঁড়িতে সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাঙ্গ হলো সপ্তাহ ব্যাপী মধুমেলা।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী এ মধুমেলার আয়োজন করা হয়।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ, কেশবপুরের অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডল ও কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

মধুমঞ্চে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতে গানকবি ব্যান্ডের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাপালা ‘মমতাময়ী মা মঞ্চস্থ হয়।