নৃত্যের ঝংকার আর সুরের মূর্ছনায় নৃত্য বিতানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ১২:২৫:১৮ এম

নিজস্ব প্রতিবেদক : নৃত্য হোক সকল অপচ্ছায়ার বিরুদ্ধে স্বচ্ছতার প্রতীক এই প্রতিপাদ্যকে সামনে রেখে নৃত্য বিতান যশোরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে উদ্বোধন শেষে শিশুদের নৃত্য উপভোগ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চে দেশ প্রেম, গুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি, কখনও প্রতিবাদ, কখনো প্রেম আবার কখনো বিরহকাতর যুগলের গল্প।
কখনো আবার মন ছুঁয়ে যাওয়া গ্রামীণ জীবনধারা। এ সবই নৃত্যের ঝংকারে আর সুরের মূর্ছনায়। কাহিনীর বুনন চলছে নৃত্যের তালে তালে। এমন মন মাতানো ছন্দে তালে মুগ্ধ দর্শকেরা বুঁদ হয়ে ছিলেন প্রায় দুই ঘণ্টা। প্রতিষ্ঠাবার্ষিকীতে এদিন ঘুঙুরের ছন্দে মোহনীয় মন মাতানো নৃত্যের তালে উচ্ছ্বসিত হতে দেখা গেছে দর্শকদের।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উদীচী যশোরের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য, যশোর ইন্সটিটিউটের সাধরণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক এঞ্জেলা গোমেজ, পলাশ কুমার কুন্ডু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি সুকুমার দাস প্রমুখ। সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় পর্বে সভাপতিত্ব করেন নৃত্য বিতান যশোরের সভাপতি অ্যাড. শাহরিয়ার বাবু। স্বাগত বক্তব্য দেন নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাতা পরিচালক জন সঞ্জীব চক্রবর্তী। সঞ্চালনা করেন আসিফ খান। শুভেচ্ছা বিনিময় পর্বের পর একে একে ২৫টি গানে নৃত্য পরিবেশন করেন অর্ধশতাধিক শিক্ষার্থী শিল্পী।