যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ৮৮১

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০১:২৩:২৭ এম

 

মিরাজুল কবীর টিটো: এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ৮৮১। গতবারের পরীক্ষায় বোর্ডটিতে পাসের হার বেশি ছিল। যার কারণে এবার অনিয়মিত পরীক্ষার্থী কম। তাই পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।    

পরীক্ষা নিয়ন্ত্রক ড.বিশ^াস শাহীন আহমেদ জানান, ২০০২ সালে এসএসসি পরীক্ষা পাসের হার বেশি থাকায় এবার অনিয়মিত পরীক্ষার্থী কম। ফলে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

বোর্ড সূত্র জানিয়েছে ২০২২ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭২ হাজার ৮৩ । এ বছর পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৫৮ হাজার ২০২ জন। কমেছে ১৩ হাজার ৮৮১ জন। এবছর ১ লাখ ৫৮ হাজার ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৭৮ হাজার ৭৩১ জন ও মেয়ে ৭৯ হাজার ৭৩১ জন। বিজ্ঞান শাখায় অংশ নেবে ৩৯ হাজার ৪৪৪ জন পরীক্ষার্থী, ব্যবসায় শিক্ষা শাখায় ১৭ হাজার ৯৩৪ জন পরীক্ষার্থী এবং মানবিক শাখায় ১ লাখ ৮২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

এদের মধ্য থেকে খুলনা জেলার ৫৭টি কেন্দ্রে অংশ নেবে ২৪ হাজার ৫৬৪ পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে ১২ হাজার ২০৪ জন ও মেয়ে ১২ হাজার ৩৬০ । বাগেরহাটের ২৭টি কেন্দ্রে অংশ নেবে  ১৩ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী। ছেলে ৬ হাজার ৩০৭ জন ও মেয়ে ৭ হাজার ৪৪ হাজার  পরীক্ষার্থী। সাতক্ষীরার ২৭টি কেন্দ্রে অংশ নেবে   ১৬ হাজার ৭৫৫ পরীক্ষার্থী। ছেলে ৮ হাজার ৪৯৮ ও মেয়ে ৮ হাজার ২৫৭। কুষ্টিয়ার ৩১টি কেন্দ্রে অংশ নেবে ২ হাজার ১১০ জন পরীক্ষার্থী। ছেলে ১১ হাজার ১৫৩ জন ও মেয়ে ১০ হাজার ৯৫৭ জন। চুয়াডাঙ্গার ১৮টি কেন্দ্রে অংশ নেবে ১০ হাজার ৫৩১ । ছেলে ৫ হাজার ২২১ ও মেয়ে ৫ হাজার ৩১০। মেহের পুরের ১৩টি কেন্দ্রে ৭ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থী। ছেলে  ৩ হাজার ৬১১ মেয়ে ৩ হাজার ৭৭২। যশোরের ৫২টি কেন্দ্রে অংশ নেবে ২৬ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী। ছেলে  ১৩ হাজার ৭৪ ও মেয়ে ১৩ হাজার ১৬৪। নড়াইলের ১৪টি কেন্দ্রে অংশ নেবে ৮ হাজার ১১৪ জন পরীক্ষার্থী। ছেলে ৩ হাজার ৯০১ জন ও মেয়ে ৪ হাজার ২১৩। ঝিনাইদহের ৩৬টি কেন্দ্রে অংশ নেবে ১৮ হাজার ৭৩০ পরীক্ষার্থী। ছেলে ৯ হাজার ৫২১ জন ও মেয়ে ৯ হাজার ২০৯ জন। মাগুরার ১৭টি কেন্দ্রে অংশ নেবে ১০ হাজার ৪২৬ জন পরীক্ষার্থী। ছেলে ৫ হাজার ২৪১ ও মেয়ে ৫ হাজার ১৮৫।