ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে বন্ধের পর সোমবার আবারও শুরু হয়েছে যশোর দ্বিতীয় বিভাগ (টায়ার-১) ক্রিকেট লিগ। জয় পেয়েছে প্রাইম ক্রিকেট কোচিং সেন্টার ও সীমান্ত ক্লাব। সদরের উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে লিগের ২ টি ম্যাচ হয়। প্রথম খেলায় প্রাইম ক্রিকেট কোচিং সেন্টার ১৫ রানের ব্যবধানে পরাজিত করে বিপ্লব শহীদ স্মৃতি সংঘকে। দ্বিতীয় খেলায় সীমান্ত ক্লাব ৯৬ রানের বড় ব্যবধানে হারায় সূর্য্য শিখাকে। প্রাইম ক্রিকেট কোচিং সেন্টার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। এ রানের মধ্যে রাসেল অপরাজিত ৬৯, অনিক ৪২,ইশতিয়াক ২৫, তাসিন ১৮, রাফি ১৪ ও সুমন ১৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৬ রান। তাদের হাসিব ও ইশতিয়াক উভয়ে ৩ টি এবং রাসেল ২ টি উইকেট পান। জবাবে, ২৩ ওভার ২ বলে ১৮১ রানে অলআউট হয়ে যায় বিপ্লব শহীদ স্মৃতি সংঘ। দলের পক্ষে রকি ৪২, শাহ আলম ২৪, মোমিন ও রিপন উভয়ে ১৭, বাবু ১২ ও কোরবান ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৫ রান। তাদের মিজু ও রিপন উভয়ে ২ টি উইকেট নেন। অপর খেলায় সীমান্ত ক্লাব প্রথমে ব্যাট করে ২৪ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৪ রান করে। তাদের শান্ত ৫৩, সাকিব অপরাজিত ৫১, রাকিব ৩৩, বাপ্পা ২৫ ও রাহুল ১৫ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৪ রান। দলের পক্ষে আসাদ ৩ টি এবং কামরুল, আরিফুল ও রাহুল প্রত্যেকে ২ টি করে উইকেট পান। জবাবে, ১৭ ওভার ৩ বলে ১২৮ রানে অলআউট হয়ে যায় সূর্য্য শিখা। দলের পক্ষে তানভীর হোসেন ৩৪, শাওন ২৫, পরশ ১৬ ও অন্তর অপরাজিত ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। তাদের পরশ ও শাওন উভয়ে ৩ টি করে উইকেট নেন।