Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফের নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখতে হবে : এমপি নাবিল

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৬:১০:৪৮ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বেই শান্তি-শৃঙ্খলা ও নিরাপদ উন্নয়ন সম্ভব। দেশবাসীর কাছে উন্নয়নের মার্কা হিসেবে নৌকা ব্যাপক সমাদৃত। দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে নৌকায় ভোট দেয়ার কোনো বিকল্প নেই। নৌকা বিজয়ী হলে প্রান্তিক পর্যায়ের জনগণ সঠিক সেবা পান। সাধারণ মানুষের জীবনমানের পরিবর্তন হয়। দুঃশাসন ও দুর্নীতির কোনো প্রকার ঠাঁই হয় না। দেশ ও জাতির স্বার্থে আগামী সংসদ নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী রাখার অনুরোধ করেন তিনি।

শনিবার সদর উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদের সমানে দেশব্যাপী বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদ ও শেখ হাসিনার ব্যাপক উন্নয়ন কর্মকান্ড প্রচার বিষয়ক জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট সেতারা খাতুন, জেলা যুবমহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ ও নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস।

এর আগে কাজী নাবিল আহমেদ প্রধান অতিথি হিসেবে সকালে আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন করেন।

প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক লিয়াকত আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জেডএম পারভেজ মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা মহিলালীগের সভাপতি লাইজুজ্জামান, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধু, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন প্রমুখ।

বিকালে দানবীর হাজী মহসিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।

প্রতিষ্ঠানের সভাপতি শেখ সালাউদ্দিন টিপুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল ও প্রধান শিক্ষক শাহ আলম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)