Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে ‘সীমানা পিলার’ সদৃশ বস্তুসহ আটক ১

এখন সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর , ২০২৪, ১২:০৪:১০ পিএম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ‘সীমানা পিলার’ সদৃশ বস্তুসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের বিষখালি গ্রাম থেকে তাকে আটক করা হয়। সেলিম শিকদার জিহির (৫২) নামে আটক ওই ব্যক্তি বিক্রির উদ্দেশে পিলার দুটি বাড়িতে রেখে দিয়েছিলেন। পিলার দুটি সিমেন্ট ও বালু দিয়ে তৈরি। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

সেলিম শিকদার তার বাগানবাড়িতে খড় দিয়ে ওই পিলার দুটি ঢেকে রেখেছিলেন।  চট্টগ্রামের ক্রেতার কাছে বিক্রির জন্য পিলার দেখানোর কথা বলে স্থানীয় এক যুবক সেলিমকে পিলার দুটিসহ পুলিশের হাতে ধরিয়ে দেন। পিলার দুটিতে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮। প্রতিটি পিলারের ওজন প্রায় ২০ কেজি।

পিলার সম্পর্কে আটক সেলিম জানান, পিলার দুটি সিমেন্ট ও বালু দিয়ে নিজ হাতে বানানো। পিলার দুটি বানাতে ১০ দিন সময় ও ৬ হাজার টাকা খরচ হয়েছে। কোনো ক্রেতা যোগাড় করতে পারলে ১০ লাখ টাকায় বিক্রি করে দিতেন। মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার পাঁচজন মিলে এই ব্যবসা করছেন। 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পিলার সদৃশ বস্তুসহ সেলিম শিকদার নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেলিম শিকদারের বিরুদ্ধে ঢাকার বনানী, বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ থানায় প্রতারণা ও চুরিসহ বিভন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)