মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

এখন সময়: রবিবার, ১০ ডিসেম্বর , ২০২৩, ০৩:৩৯:৫২ এম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন হয়। 

মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, নিয়োগ দুর্নীতি, ছাত্র-ছাত্রী, অভিভাবক এমনকি স্থানীয় জনসাধারণের সাথে অসৌজন্যমূলক আচরণ করে বিদ্যালয়ের সুনাম ক্ষুণœ করে চলেছেন। 

এ ব্যাপারে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বনোয়াট। স্বার্থান্বেষী একটি মহল অনৈতিক সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। তিনি আরো বলেন, চিংড়াখালী ইউনিয়নে একটি নিয়োগ বাণিজ্য চক্র গঠন হয়েছে। তারা বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রতিষ্ঠিান কর্তৃপক্ষের কাছে তদবির করে থাকেন।