Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মোরেলগঞ্জে মানববন্ধন

এখন সময়: সোমবার, ১৪ অক্টোবর , ২০২৪, ০৮:১৪:৩৪ পিএম

 

 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি বিএম, রফিকুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ, সহসভাপতি সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, যুগ্ম সম্পাদক পিরোজপুর কথা প্রতিনিধি মল্লিক  আবুল কালাম খোকন, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মশিউর রহমান মাসুম, প্রেসক্লাব সদস্য যথাক্রমে জনতা প্রতিনিধি রাজীব আহসান রাজু, জনকন্ঠ প্রতিনিধি গনেশ পাল, ঢাকা প্রতিদিন প্রতিনিধি এম পলাশ শরীফ, আজকের সংবাদ প্রতিনিধি মাহাবুবুর রহমান, মানবজমিন প্রতিনিধি শাহজাহান আলী খান, সাংবাদিক কলি আক্তার, মো. আল-আমীন শেখসহ স্থানীয় সুধিজন।

মানববন্ধনে সাংবাদিকরা জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের অনতিবিলম্বে ফাঁসির দাবি করেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)