শালিখা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলায় জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলকসভা হয়েছে। বুধবার সকালে এই সভা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরোজ আলী বিশ্বাস, শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কার মাস্টার প্রমুখ।