Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্যামনগরের গাবুরায় ভয়াবহ নদী ভাঙন, আতঙ্ক

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৯:৩১:৩৭ এম

জিএম মোহাম্মাদ আলী, শ্যামনগর : প‚র্ণিমা ও বায়ুচাপের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগরের বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন গাবুরায় প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে ভয়াবহ ভাঙন সৃষ্টি হয়েছে। বুধবার (২ আগস্ট) সকাল থেকে খোলপেটুয়া নদী সংলগ্ন গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে চর এলাকায় এই ভাঙন দেখা দেয়। 

স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর হোসেন জানান, সোরা গ্রামের হাসান মালীর বাড়ি সংলগ্ন প্রায় ৫০০ মিটার এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। বড় বড় মাটির স্ত‚প ও গাছপালা নদীতে চলে যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম জানান, ওই এলাকায় খোলপেটুয়া নদী সংলগ্ন বেড়ি বাঁধটি চর থেকেও খানিকটা দ‚রে। চর ভেঙে বেড়িবাঁধের দিকে এগিয়ে যাচ্ছে। এ ছাড়া বাঁধটি খুবই জরাজীর্ণ অবস্থা। ভাঙন এভাবে চলতে থাকলে স্বল্প সময়ে বেড়িবাঁধ ভেঙে এলাকাটি পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এতে গাবুরার বহু মানুষ চরম ভোগান্তিতে পড়বে। স্থানীয়রা বিভিন্নভাবে বাঁধটি মেরামতের চেষ্টা করছে। পানি উন্নয়ন বোর্ড এখনই পদক্ষেপ না নিলে ভয়াবহ বিপদ হতে পারে বলেও জানান তিনি।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড পোল্ডার-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন জানান, সোরা গ্রামের পাশে দৃষ্টিনন্দন এলাকায় কিছুদিন আগে ভাঙনের সময় বেশকিছু জিওব্যাগ পাঠানো হয়েছিল। সেগুলো বেশির ভাগ অব্যবহৃত থাকায় তা দিয়ে ভাঙন ঠেকানোর কাজ চলছে। এ ছাড়া নতুন করে আরও কিছু জিওব্যাগ পাঠানো হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কাজ করছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)