শালিখা প্রতিনিধি: শালিখার গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাগুরা ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান শেখ ফিরোজ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.শ্যমল কুমার দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.কামাল হোসেন, উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান শিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা,জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলির সদস্য রানা আমির উসমান রানা,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহম্মদ আহাদ, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বক্তিয়ার উদ্দিন লস্কর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক মুন্সি আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক তরফদার মাকছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, নির্মল বিশ্বাস, আবুল কলাম আজাদ, রমজান আলী বিশ্বাস, যুগ্ম প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক সোহাগ বিশ্বাস, শালিখা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু মোল্লা, সাধারণ সম্পাদক মেহেদি হাসান বিকু, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান পাতা, সামছুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিআরএম তারিক, সাহিদুল ইসলাম বিশ্বাস, কৃষক লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক,সেচ্ছাসেবক লীগের সভাপতি রনি মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান রাব্বি প্রমুখ।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান।