ডুমুরিয়ায় ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এখন সময়: রবিবার, ১০ ডিসেম্বর , ২০২৩, ০৪:১৭:৫৪ এম

চুকনগর (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ায় বিবেকানন্দ বৈরাগী  নামে এক ইউপি সদস্যকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলার মাগুরখালি ইউনিয়নের গজাঁলিয়া আঞ্চলিক সার্বজনীন দূর্গা মন্দিরের সামনে এই মানবন্ধন হয়। বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুইশত নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়। 

২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে বক্তব্য রাখেন চপলা মন্ডল, বিকাশ বৈরাগী, পঞ্চানন বৈদ্য, মিন্টু সরদার, সুজিত কুমার মন্ডল, এরশাদ আলী সরদার, দয়াল মন্ডল, প্রতিমা বৈরাগী, শিল্পী রায়, শফিকুল ইসলাম সরদার, সীমা সানা, বন্ধনা গোলদার প্রমুখ।