Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় বাঁধ ভেঙে অর্ধশত মৎস্য ঘের প্লাবিত

এখন সময়: রবিবার, ১৬ মার্চ , ২০২৫, ০৯:২২:১৮ পিএম

 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ভদ্রা নদীর প্রবল জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়াপদা বাঁধ আবারো ভেঙে গেছে। এতে মৎস্য ঘের প্লাবিত হয়েছে। শনিবার বিকেলে সাহস ইউনিয়নের দিঘলিয়া এলাকায় বাঁধটি ভেঙে যায়। সোমবার থেকে পাউবো’র উদ্যোগে মেরামতের কাজ শুরু হয়েছে। এদিন বিকেলে সাহস ইউপি চেয়ারম্যান  মাহাবুর রহমান মোল্যা ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছেন। 

জানা গেছে, ভদ্রা নদীর জোয়ারের পানির প্রবল চাপে ২৯ নম্বর পোল্ডারের বেড়ি বাঁধ ভেঙে প্রায় অর্ধশত মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এতে কোটি  টাকারও বেশি ক্ষতি হয়েছে। অনেক বসতবাড়ি ও  ফসলি জমিও তলিয়ে গেছে  গত বছরেও একই জায়গায় ভাঙন দেখা দেয়। পরে পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়নে বালির বস্তা দিয়ে বাঁধ মেরামত করা হয়। কিন্তু সেই স্থানে আবারো ভেঙে গেছে!

স্থানীয় কৃষক শহিদুল ইসলাম মোড়ল বলেন,  বাঁধ ভেঙে পানি ঢুকে ৫০ টির বেশি মাছের ঘের তলিয়ে গেছে। অনেকের বাড়িতে পানি উঠেছে। দ্রুত বাঁধ মেরামত না করা হলে এলাকা আরো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া বলেন, ভদ্রা নদীর জোয়ারের পানির চাপে বেড়ি বাঁধ ভেঙে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি সামাল দেয়ার জন্য বাঁধ মেরামত করতে জরুরি ভিত্তিতে ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। ইতোমধ্যে কাজও শুরু হয়েছে। এ কাজে প্রায় ৬ লাখ টাকা ব্যয় হবে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)