Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাট গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৩:৩৩:৫১ এম

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

ফাইনাল খেলায় বালক পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়কে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া বালিকা আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারের মাধ্যমে ৬-৫ গোলের ব্যবধানে হারিয়ে কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো. আছাদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মো. রেজাউল করিম ফকির, মো. জাহিদুল ইসলাম মোড়ল, প্রধান শিক্ষক মল্লিক আ. সাত্তার, প্রজিৎ কুমার মজুমদার, ফকির মনিরুজ্জামান, সৈয়দা আনোয়ারা, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম প্রমূখ। উভয় খেলা পরিচালনা করেন লিপন বিশ্বাস ও মিরাজ সরদার। সহযোগী ছিলেন জাহিদ হাসান ও জাকির খাঁন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)