বাঘারপাড়া পৌর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জামদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ভাঙ্গুড়া বাজার আঞ্চলিক কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তবিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর ৪ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।
এসময় বক্তব্য রাখেন, যশোর জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত মোল্যা, সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম, জামদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা আতিয়ার রহমান।
দোয়া পরিচালনা করেন মাওলানা শাহিনুর রহমান। এর আগে জামদিয়া ইউনিয়নের সাংবাদিক জসিম উদ্দিনের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক তার বাড়িতে ছুটে যান এবং নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। সন্ধ্যায় ভাঙ্গুড়া বাজারে গণসংযোগ করেন।