ফুলতলা (খুলনা) প্রতিনিধি: খুলনার ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরাকে দামোদর ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে মোনতাজের মোড় চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরদার ফেরদাউস হোসেন বেলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিএমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিস আক্তার ধারা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী গাজীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা শেখ মাহাবুর হোসেন, যুবলীগের উপজেলা সভাপতি এস কে আলী ইয়াছিন, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ প্রিন্স, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবীন বসু, ইদ্রিস আলী সরদার, মোহর সরদার, কবির ফারাজী, জাহিদ বিশ^াস, অজয় নন্দী, সাবেক ইউপি সদস্য মিসেস কেয়া খাতুন, ইউপি সদস্য শামীম সরদার, আশরাফুল আলম মোড়ল, তুষার সরদার, মশিউর সরদার, ফরহাদ সরদার প্রমুখ।
এ সময় সংবর্ধিত অতিথি এস মৃনাল হাজরাকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।